স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত

0
45

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৭২তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান কাজী খুররম আহমেদ, পরিচালকরা কামাল মোস্তফা চৌধুরী, ফেরদৌস আলী খান, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মো. মনজুর আলম, এসএএম হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, একেএম আবদুল আলীম, মো. আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী ও গোলাম হাফিজ আহমেদ অংশ নেন। আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. হাবিবুর রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, সিআরও ও ক্যামেলকো মো. তৌহিদুল আলম খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও এম লতিফ হাসান।