স্ট্যান্ডার্ড চার্টার্ড ও মেটলাইফের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
59

স্ট্যান্ডার্ড চার্টার্ড ও মেটলাইফের মধ্যে একটি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংক তার গ্রাহকদের কাছে মেটলাইফের বীমা সেবা বিক্রি করতে পারবে। বীমা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব রাখতে এ দুই প্রতিষ্ঠানের অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘এ চুক্তির ফলে আমাদের গ্রাহকরা তাদের সুরক্ষিত ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চিত করতে পারবে। বাংলাদেশে শক্তিশালী আর্থিক ইকোসিস্টেম তৈরি করে ব্যাংকিং সেক্টরের গ্রাহকদের আর্থিকভাবে আরো সুরক্ষিত ভবিষ্যতের জন্য এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।