স্টামফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি সই

0
59

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এ সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে সই করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি =বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মনিরুজ্জামান, ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং জাবেদুল আলম, ট্রানজেকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মোহাম্মদ আরিফ চৌধুরী, হেড অব অল্টারনেট ডেলিভারি চ্যানেল ইমতিয়াজ আহমেদ।