সোহেল আহমেদ সম্প্রতি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী।
সোহেল আহমেদ বর্তমানে ভিকার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানের আসন্ন চাহিদা ও সরবরাহের বিষয়টি যথাযথভাবে আলোকপাত করার পাশাপাশি স্থানীয় ও বিদেশী চুক্তির আওতায় সরবরাহ সম্পাদন পরিচালনা করেন।
সোহেল আহমেদ যেকোনো বাণিজ্য বিরোধ সমাধান, আমদানিকৃত পণ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন, বিদেশী ক্রেতাদের সঙ্গে বাণিজ্যিক দরকষাকষি, আন্তর্জাতিক দরপত্র ব্যবস্থাপনায় অত্যন্ত কার্যকর ও পেশাদার ভূমিকা রাখতে পারেন। এছাড়াও তিনি ভিকার গ্রুপের সার্বিক আর্থিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করেন।
তিনি যুক্তরাষ্ট্রের নিউফোর্ট ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে ব্যবসা প্রশাসনে মাস্টার্স (এমবিএ) ডিগ্রি অর্জন করেন।