সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
39

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও জাফর আলমের সভাপতিত্বে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ও মো. সাঈদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ আবুল কালাম এবং সদ্য বিদায়ি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ ফোরকানুল্লাহ, আবদুল হান্নান খান প্রমুখ।