সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে সেবায় যুক্ত হলো প্রবাসী কল্যাণ ব্যাংক

0
78

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এ উপলক্ষে ব্যাংক দুটির মধ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. নুরূন নবী এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নূর আলম সরদার চুক্তিতে স্বাক্ষর করেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমানের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. আফজাল করিম।