সীমান্ত ব্যাংক ও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
154

সীমান্ত ব্যাংক ও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের ভিসা গোল্ড ও ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ডহোল্ডাররা হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে বুফে মেন্যুতে একটি কিনলে একটি ফ্রি (বোগো) এবং নির্দিষ্ট কিছু সেবা গ্রহণের ক্ষেত্রে মূল্যহ্রাস সুবিধা উপভোগ করবেন। সীমান্ত ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও রফিকুল ইসলাম ও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার নরিজান বিনতে ইয়াকুব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।