।
সীমান্ত ব্যাংকের চিরিরবন্দর শাখা ও এটিএম বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের উপমহাপরিচালক ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, পিএসসি, সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। প্রধান অতিথি আশা ব্যক্ত করেন, সীমান্ত ব্যাংক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সীমান্ত এলাকার মানুষকে অর্থনৈতিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত করে স্বাবলম্বী করবে। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, উন্নত গ্রাহকসেবা ও সময়োপযোগী বিভিন্ন স্কিমের মাধ্যমে সীমান্ত ব্যাংক সামনে এগিয়ে যাচ্ছে।