সিনেমা হল সংস্কারে ওয়ান ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি

0
87

সিনেমা হল সংস্কার, আধুনিকায়ন ও নতুন হল নির্মাণের জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় ঋণ বিতরণের জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করে ওয়ান ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের পরিচালক মো. জবদুল ইসলাম ও ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।