সিটিজেনস ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0
63

সিটিজেনস ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সম্প্রতি বার্ষিক ব্যবসা পর্যালোচনা এবং ভবিষ্যতে ব্যবসায়িক উন্নয়নের কৌশল সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারপারসন তৌফিকা আফতাব। অন্যদের মধ্যে মাসুদুজ্জামান, পরিচালক ও চেয়ারম্যান, নির্বাহী কমিটি; চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, পরিচালক ও চেয়ারম্যান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি; পরিচালনা পর্ষদের সদস্যরা মোহাম্মদ ইকবাল, মোখলেসুর রহমান, মোহাম্মদ আবদুল সালাম, শেখ মো. ইফতেখারুল ইসলাম, এসএম শফিকুল হক, স্বতন্ত্র পরিচালক এনকেএ মবিন সভায় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ মাসুম।