সিটিজেনস ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি ব্যাংক এশিয়া পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। নতুন ডিএমডি নিয়োগের বিষয়টি বুধবার সিটিজেনস ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে বলা হয়, মো. মোস্তাফিজুর রহমান ১৯৯৭ সালে ঢাকা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন। ২৭ বছরের কর্মজীবনে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক এবং ব্যাংক এশিয়া পিএলসির বিভিন্ন বিভাগে এবং শাখায় কাজ করেছেন।
মোস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) এবং ফাইন্যান্সে এমকম এবং বিকম (অনার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি দেশ-বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন এবং ব্যাংক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, জার্মানি, সংযুক্ত আরব আমিরাতসহ গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র পরিদর্শন করেছেন।