সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ট্রপিক্যাল হোমস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চৃক্তির আওতায় ট্রপিক্যাল হোমস লিমিটেডের গ্রাহকরা তুলনামূলক কম সুদ হারে এবং অন্যান্য বিশেষ সুবিধাসহ সাউথইস্ট হোম লোন উপভোগ করবেন।
সাউথইস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাছম উদ্দিন খান এবং ট্রপিক্যাল হোমস লিমিটেডের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) এম হক ফয়সাল তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবিদুর রহমান চৌধুরী, ট্রপিক্যাল হোমসের জেনারেল ম্যানেজার (সেলস্) মোহাম্মদ রাকিব হোসেন এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।