সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

0
26

৩০ অক্টোবর সাউথইস্ট ব্যাংক পিএলসির ৭৪৬তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এমএ কাশেম এই বোর্ড সভায় সভাপতিত্ব করেন। সভায় সহ-সভাপতি মিসেস রেহানা রহমান, ব্যাংকের পরিচালকবৃন্দ আলমগীর কবীর, এফসিএ, আজিম উদ্দিন আহমেদ, মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, মো. আকিকুর রহমান, নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি), মো. নূরুল ইসলাম (সিঙ্গেল কিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি), ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, ম্যানেজিং ডিরেক্টর নূরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং কোম্পানি সচিব একেএম নাজমুল হায়দার অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকের ত্রৈমাসিক পারফরম্যান্স পর্যালোচনা করা হয়। সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন। সদস্যরা ব্যাংকের সাফল্যের পথে আরও অগ্রগতি সাধনে একাত্মতা পুনর্ব্যক্ত করেন এবং সাউথইস্ট ব্যাংককে নতুন উচ্চতায় উন্নীত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হন।