সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি রিটেইল প্রোডাক্ট নলেজ, ক্রেডিট অ্যাসেসমেন্ট টুলস এবং বিপণন কৌশলের ওপর দিনব্যাপী এক বুনিয়াদি কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালায় ৫৯ জন অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংক পিএলসি করপোরেট এবং এসএমই ব্যাংকিংয়ের পাশাপাশি রিটেইল ব্যাংকিং সেবাতেও গুরুত্বারোপ করে আসছে। রিটেইল ব্যাংকিং ডিভিশন প্রতি বছরেই যুগোপযোগী বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে ব্যক্তি পর্যায়ের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় রিটেইল ব্যাংকিং ডিভিশন হোম লোন, কার লোন, পারসোনাল লোন ও ডক্টরস লোনের মতো প্রোডাক্ট নিয়ে এসেছে। এ ছাড়াও বিভিন্ন রকম ক্যাম্পেইন আয়োজন করে গ্রাহকদের ব্যাংকের প্রতি আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে। সাউথইস্ট ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বিভিন্ন যুগোপযোগী নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান আর্থিক সূচকগুলো সুদৃঢ় রয়েছে এবং ক্রমান্বয়ে আরও শক্তিশালী হচ্ছে। ব্যাংকের ব্যালেন্সশিটের আকার সমমানের প্রতিদ্বন্দ্বী ব্যাংকগুলোর মধ্যে পঞ্চম, যা ৫০,৯৮০ কোটি টাকা। রফতানি ও আমদানি বাণিজ্যে সমমানের ব্যাংকগুলোর মধ্যে ব্যাংকের অবস্থান যথাক্রমে তৃতীয় ও সপ্তম। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রদানে সমমানের ব্যাংকগুলোর মধ্যে চতুর্থ ও শিল্প ঋণ প্রদানে দ্বিতীয়। ব্যাংকের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে এএ, স্বল্পমেয়াদে এসটি-২ যা ব্যাংকের স্থিতিশীলতার প্রমাণ। ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার ১৩.৮৮ শতাংশ যা ন্যূনতম রক্ষিতব্য হার ১২.৫০ শতাংশের চেয়ে বেশি। সিআরআর, এসএলআর, এলসিআর, এনএসএফআর ইত্যাদি বিভিন্ন তারল্য সূচকে রেগুলেটরি বেঞ্চমার্কের চেয়ে বেশি হারে সংরক্ষণ করা হচ্ছে।