সাউথইস্ট ব্যাংকের বার্ষিক ঝুঁকি ও টেকসই অর্থায়ন সম্মেলন অনুষ্ঠিত

0
74

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের বার্ষিক ঝুঁকি ও টেকসই অর্থায়ন সম্মেলন-২০২৩ ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি থেকে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. খুরশীদ আলম। বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও এসএম খালেদ আবদুল্লাহ অনুষ্ঠানে গেস্ট স্পিকার ছিলেন। সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, ব্যাংকের ডিএমডি মো. মাছুম উদ্দিন খান, আবিদুর রহমান চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।