শেরপুরের শ্রীবরদীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

0
120

শেরপুর জেলার শ্রীবরদীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২১৩তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও ফরমান আর চৌধুরী শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান। বগুড়া জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএনএম মুফীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।