শুরু হয়েছে আইপিডিসি আমাদের গান-এর পঞ্চম সিজন

0
40

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে বাংলার মাটি ও মানুষের গান নিয়ে ভিন্নধর্মী সংগীতায়োজন আইপিডিসি আমাদের গান-এর পঞ্চম সিজন শুরু হয়েছে। স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের আটটি বিখ্যাত গান দিয়ে সাজানো হয়েছে এবারের সিজন। সম্প্রতি নতুন সিজনের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ারের পরিবার, শুভাকাক্সক্ষী ছাড়াও উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলামসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।