শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২২ বছর পূর্তি উদযাপন

0
59

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২২ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে গতকাল করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সব শাখা ও উপশাখায় পবিত্র কোরান খতম ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহ্ফিলে অংশগ্রহণ করে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরবর্তী সময়ে করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ২২ বছর পূর্তি উদযাপন করা হয়।