শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৭৩তম সভায় গতকাল সর্বসম্মতিক্রমে এ কে আজাদ এমপি ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় মোহাম্মদ ইউনুছ পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত এবং মহিউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান পূর্ণনির্বাচিত হয়েছেন।
এ কে আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। তিনি পাট, বস্ত্র, চা ও তৈরি পোশাক শিল্প ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তিনি দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি চ্যানেল২৪ টেলিভিশন এবং দৈনিক সমকালের ব্যবস্থাপনা পরিচালক। তিনি এফবিসিসিআই, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। এ কে আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সোবহান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ, ইউনুছ কোল্ড স্টোরেজ, অনন্ত পেপার মিলস, ইউনুছ পেপার মিলস, ইউনুছ ফাইন পেপার মিলস, ইউনুছ স্পিনিং মিলস, ইউনুছ নিউজপ্রিন্ট মিলস এবং ইউনুছ অফসেট পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ওয়ার্ড ব্রিজ স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য।
পূর্ণনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ চার দশক ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। তিনি রূপসা ট্রেডিং করপোরেশন এবং মহিউদ্দিন অটো হাউজের স্বত্বাধিকারী। তাছাড়া তিনি প্যাসিফিক অটোমোবাইলসের চেয়ারম্যান। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস চেয়ারম্যান ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং গভর্নিং বোর্ডের সদস্য।