শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা

0
155

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সম্প্রতি রাজশাহী জেলার স্থানীয় এক হোটেলে রাজশাহী এবং পার্শ্ববর্তী এলাকার শাখাগুলোর কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভার আয়োজন করে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোসলেহ উদ্দীন আহমেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও আবদুল আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মাহমুদ সিদ্দিকী সভায় সভাপতিত্ব করেন।