শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক নিয়ে এল চারটি নতুন ডিপোজিট প্রোডাক্ট

0
25

শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক চারটি নতুন আমানত স্কিম চালু করেছে। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং নীতিমালায় পরিচালিত এ ডিপোজিট প্রোডাক্টগুলো হলো নবাবি-মুদারাবা মিলিয়নেয়ার প্লাস, আমির-মুদারাবা কোটিপতি প্লাস, সহজেই দ্বিগুণ-মুদারাবা ডাবল স্কিম ও উপার্জন-মুদারাবা মাসিক আয়। গত ৩০ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন আমানত সেবাগুলোর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও আইআরএম প্রধান মোহাম্মদ মোহন মিয়া, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও মো. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা প্রমুখ।