রেকর্ড মুনাফা রূপালী ব্যাংকের এমডিকে অভিনন্দন

0
71

রূপালী ব্যাংক পিএলসি সেবার মান বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় ও ঋণ বিতরণে বৈচিত্র্য আনার মাধ্যমে ২০২৩ সালে মুনাফাসহ সব আর্থিক সূচকে রেকর্ড সৃষ্টি করেছে। এ জন্য ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইওকে কর্মকর্তা-কর্মচারীরা অভিনন্দন জানিয়েছেন। সম্প্রতি দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে খেলাপি ঋণ আদায়, আমানতের প্রবৃদ্ধি, ঋণ বিতরণ, নতুন হিসাব খোলা, লোকসানি শাখা কমানো ও অটোমেটেড চালানসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. জাহাঙ্গীরকে ব্যাংকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিনন্দন জানান। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও নতুন বছরে বিগত বছরের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।