রাজনীতিতে ভুলের মাশুল

0
237

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মার্চ মাসেই মওলানা ভাসানীর নেতৃত্বাধীন পিকিংপন্থি কমিউনিস্ট ও বামপন্থি দলগুলো কমরেড মণি সিংহ-এর নেতৃত্বাধীন মস্কোপন্থি কমিউনিস্ট পার্টি বর্তমান সিপিবিকে প্রস্তাব দিয়েছিল আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি বামপন্থি ফ্রন্ট গঠনের। যার নাম দেওয়া হয়েছিল জাতীয় মুক্তিফ্রন্ট। কমরেড মণি সিংহ-এর নেতৃত্বাধীন মস্কোপন্থি কমিউনিস্ট পার্টি বর্তমান সিপিবি এ প্রস্তাবকে বিভেদাঙ্ক ও স্বাধীনতা সংগ্রামকে দুর্বল করার প্রয়াসী বলে ভ্রান্ত মনে করে প্রত্যাখান করে এবং আওয়ামী লীগসহ জাতীয় ঐক্য গঠনের নীতি অনুসরণ করে। এতে বাদ পড়ে পিকিংপন্থিরা। যে আওয়ামী লীগের জন্য মস্কোপন্থিরা পিকিংপন্থিদের সঙ্গে জোট করেনি সে আওয়ামী লীগ এখন পিকিংপন্থিদের সঙ্গে ১৪ দলীয় জোট করে ক্ষমতাসীন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা, ছাত্র, কৃষক, শ্রমিক, আদিবাসীসহ সব মানুষের কাছে জাগ্রত করা সিপিবিকে বাইপাস সার্জারি করে এখন দূরে সরিয়ে দিয়েছে সেই আওয়ামী লীগ। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা।