যমুনা ব্যাংকের মৌলভীবাজারে শেরপুর ও সিলেটে শাহপরাণ উপশাখা উদ্বোধন

0
40

যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড মৌলভীবাজারে শেরপুর উপশাখা ও সিলেটে শাহপরাণ উপশাখা উদ্বোধন করে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এ সময় সিলেট জোনাল হেড, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকতা, পার্শ্ববর্তী শাখার শাখাপ্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিপুলসংখ্যক গ্রাহকরা উপস্থিত ছিলেন।