মেটলাইফের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স চুক্তি

0
92

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। ইবিএলের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এবং মেটলাইফের প্রধান নির্বাহী মোহাম্মদ আলা উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএলের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আহমেদ শাহিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, ব্যবসা বিভাগের প্রধান (রিটেইল ও এসএমই ব্যাংকিং) সৈয়দ জুলকার নায়েন প্রমুখ।