মেঘনা ব্যাংক ও শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

0
89

মেঘনা ব্যাংক পিএলসির সঙ্গে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. ছাদেকুর রহমান এবং শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের অপারেশন অ্যান্ড কোয়ালিটির পরিচালক হিরোশি কুমুয়াজাকি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস জিশান আহাম্মদ এবং শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের ডেপুটি ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. তৌহিদুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।