মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মতিউল হাসান। এর আগে তিনি মার্কেন্টাইল ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান ঝুঁকি কর্মকর্তা ছিলেন।
মতিউল হাসান ১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংকে অবেক্ষাধীন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ওই ব্যাংকের বিভিন্ন শাখা, শাখা কার্যালয় ও স্থানীয় কার্যালয়ে কাজ করেছেন। আইএফআইসি ব্যাংকের পাকিস্তান শাখাগুলোতে তিনি গুরুত্বপূর্ণ পদে এবং নেপাল বাংলাদেশ ব্যাংকে (আইএফআইসির যৌথ উদ্যোগ) ডিএমডি হিসেবে কাজ করেছেন।
২০১৪ সালে মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন মতিউল হাসান। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েট।