মানিকগঞ্জ ও টাঙ্গাইলে ইউসিবির কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ

0
85

মানিকগঞ্জ ও টাঙ্গাইলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) আয়োজনে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবির ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। একই দিন টাঙ্গাইলে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. শফিকুল ইসলাম, জেলা মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. আব্দুর রাশেদ, ব্যাংকের জেলা শাখার ব্যবস্থাপক নূর উদ্দিন আহমেদ।