ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা উপভোগ করবে পপি

0
22

ব্র্যাক ব্যাংক সম্প্রতি বেসরকারি সংস্থা পিপলস অরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) সঙ্গে একটি পার্টনারশিপ চুক্তিতে আবদ্ধ হয়েছে। এর আওতায় পপির কর্মীরা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিংয়ের স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা উপভোগ করতে পারবেনÑযার মধ্যে রয়েছে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণ সুবিধা, ডিপিএস, এফডিসহ আরও বেশ কিছু সুযোগ-সুবিধা।
৪ নভেম্বর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই সৈয়দ আবদুল মোমেন এবং পপির এক্সিকিউটিভ ডিরেক্টর মুরশেদ আলম সরকার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর অব ফাইন্যান্স সামিমা তাসনিম এবং ডিরেক্টর অব মাইক্রোক্রেডিট মো. মশিহুর রহমান।