বাংলাদেশে বিশুদ্ধ পানির অপর্যাপ্ততা মোকাবেলার প্রচেষ্টায় ব্র্যাক ওয়াশ প্রোগ্রাম ও ব্র্যাক ব্যাংক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানটিতে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আইডিপি অ্যান্ড ওয়াশের ডিরেক্টর হোসেন ইশরাত আদিব, ওয়াশের প্রোগ্রাম হেড মো. জিল্লুর রহমান, ওয়াশের প্রোগ্রাম ম্যানেজার খাদিজা আহমেদ, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন।
দুই সংস্থার মধ্যে এ পার্টনারশিপের লক্ষ্য হলো বাংলাদেশের কিছু নির্ধারিত এলাকার পানি খাতে নিয়োজিত উদ্যোক্তা এবং আরএমজি কারখানার ওপর যৌথভাবে কাজ করা, যেন তাদের ঋণ সুবিধা প্রদান করা যায়। পার্টনারশিপটি যথাযথ প্রযুক্তি ও জলবায়ু দ্বারা ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদ পানি নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থায়নের পাশাপাশি, শিল্প এলাকায় ইটিপির জন্য কার্যকরী সমাধানে কাজ করবে। ব্র্যাকের আইডিপি অ্যান্ড ওয়াশের ডিরেক্টর হোসেন ইশরাত আদিব বলেন,শক্তিশালী প্রযুক্তি এবং যথাযথ অর্থায়নের সমাধানগুলোর মধ্যে একটি মিল তৈরি করে আসন্ন পানির সংকট মোকাবেলায় ব্র্যাক এ পার্টনারশিপকে কাজে লাগাতে অঙ্গীকারবদ্ধ।