বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, এসএমই ফাউন্ডেশন ও চট্টগ্রাম উইম্যান চেম্বারের চুক্তি

0
102

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এসএমই ফাউন্ডেশন ও চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে। চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ও স্বল্প মুনাফায় ঋণ প্রদানের লক্ষ্যে এ চুক্তি হয়। গত ৩ জুন চট্টগ্রামে একটি কনভেনশন সেন্টারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কেএম আওলাদ হোসেন, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার ও সিডব্লিউসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট আয়েশা ফারহা চৌধুরী পরস্পরের মাঝে সমঝোতা স্মারক হস্তান্তর করেন।