বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবা চালু করল স্ট্যান্ডার্ড ব্যাংক

0
98

বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবা চালু করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। সম্প্রতি ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. হাবিবুর রহমান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব আইআরএম মো. মোহন মিয়া, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।