বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি

0
40

রফতানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলের জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি-ফাইন্যান্স ফান্ড (ইএফপিএফ) নামের এ তহবিল গঠন করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার প্রাইম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হাসান ও. রশীদের কাছে চুক্তিপত্র হস্তান্তর করেন।