বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের চুক্তি

0
80

প্রোগ্রাম টু সাপোর্ট সেফটি রিট্রোফিটস অ্যান্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডস ইন বাংলাদেশি আরএমজি সেক্টর প্রজেক্টের (এসআরইইউপি) আওতায় দেশের গার্মেন্টস খাতে নিরাপত্তা ও পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের। প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এম রিয়াজুল করিম এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগামস ডিপার্টমেন্টের পরিচালক মনি শংকর কুণ্ডু চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. কবির আহমেদ, অতিরিক্ত পরিচালক নওশাদ মোস্তফা, প্রিমিয়ার ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. তৌহিদুল আলম খান, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স প্রধান মো. তারেক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের রফতানি গ্রাহকরা এখন থেকে বার্ষিক ৫ শতাংশ মুনাফা হারে তৈরি পোশাক কারখানার সেফটি রিমিডিয়েশন, এনভায়রনমেন্টাল ও সোশ্যাল আপগ্রেডেশনের জন্য বিনিয়োগ গ্রহণ করতে পারবেন।