বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি : সাউথইস্ট ব্যাংক

0
66

বাংলাদেশ ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের (জিটিএফ) আওতায় বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশ নিতেই এ চুক্তি করা হয়। এ তহবিলের উদ্দেশ্য দেশের রফতানি ও উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা অব্যাহত রাখা। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত চুক্তিপত্রের কপি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) নুরুদ্দিন মো. সাদেক হোসাইনের কাছে হস্তান্তর করা হয়।