ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

0
12

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের বিজনেস রিভিউ মিটিং ১৪ ফেব্রুয়ারি ফেনীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সিরাজুল ইসলাম, ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি ডিভিশনের প্রধান মিজানুর রহমান, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. আবদুস সালাম, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নাজিম আনওয়ার, কুমিল্লা অঞ্চলের প্রধান শামছুল করিম মজুমদার ও মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. খায়রুল হাসান সভায় বক্তব্য প্রদান করেন। কুমিল্লা অঞ্চলের ২১টি শাখার ম্যানেজার ও অপারেশন ম্যানেজার, ১৯টি উপশাখার ইনচার্জ, জেনারেল ব্যাংকিং ও বিনিয়োগ ইনচার্জসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা এতে অংশগ্রহণ করে।