প্রিমিয়ার ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

0
40

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উদ্যোগে সম্প্রতি এজেন্ট ব্যাংকিং ব্যবসার পরিধি এবং শাখার ভূমিকা ও দায়িত্ব সম্পর্কিত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের তিন দিনব্যাপী এ কর্মশালা উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এম রিয়াজুল করিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার। কর্মশালাটি পরিচালনা করেন ব্যাংকটির লার্নিং, ট্রেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান সাদিয়া মবিন হান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইভিপি এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. আহসান উল আলম, ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের প্রধান মো. তারেক উদ্দিন প্রমুখ।