প্রাইম ব্যাংক ও লা মেরিডিয়ান ঢাকার মধ্যে চুক্তি স্বাক্ষর

0
20

প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের বিশেষ সেবা দেওয়ার লক্ষ্যে দেশের স্বনামধন্য পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ চৌধুরী এবং লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কনস্টান্টিনোস এস গ্যাভরিয়েল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদরী, কার্ডস ও এডিসির প্রধান মাসুদুল হক ভূঁইয়া এবং লা মেরিডিয়ান ঢাকার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং জুবায়ের ফারুক চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।