প্রবলেম সলভিং ও কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বিষয়ে সাউথইস্ট ব্যাংকের ভার্চুয়াল প্রশিক্ষণ

0
81

‘কমিউনিকেশন স্কিলস, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণের আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেন বর্তমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে এসব দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে ভার্চুয়াল প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ১০০ জন কর্মকর্তার অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক।