পূবালী ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আনিসুজ্জামান

0
82

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতির আগে মোহাম্মদ আনিসুজ্জামান মহাব্যবস্থাপক পদে ব্যাংকটির প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। জনাব আনিসুজ্জামান ১৯৯৭ সালে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকটির একাধিক করপোরেট শাখা ব্যবস্থাপকসহ, অঞ্চল প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। জনাব আনিসুজ্জামান দেশে-বিদেশে ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।