পূবালী ব্যাংকের সিএলএস এজেণ্ট সম্মেলন-২০২৪

0
22

পূবালী ব্যাংক পিএলসি কনজ্যুমারস ক্রেডিট ডিভিশনের উদ্যোগে সিএলএস এজেণ্ট সম্মেলন-২০২৪ সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন কনজ্যুমারস ক্রেডিট ডিভিশন প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মালেকুল ইসলাম। সম্মেলনে পূবালী ব্যাংকের বিভিন্ন অঞ্চল প্রধানগণ ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৩ সালের সেরা ১০ জন সিএলএস এজেণ্টদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও মোটরসাইকেল প্রদান করা হয়।