নন-এক্সিকিউটিভ কর্মীদের জন্য ব্র্যাক ব্যাংকের আই-স্ক্রিনিং প্রোগ্রাম

0
45

ব্র্যাক ব্যাংকে কর্মরত নন-এক্সিউটিভ কর্মীদের দৃষ্টিশক্তি নিশ্চিত করতে সম্প্রতি প্রধান কার্যালয়ে তিন দিনব্যাপী আই-স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, যা স্বাস্থ্য খাতে ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আমি’র অংশ। পরীক্ষা শেষে অভিজ্ঞ অপ্টোমেট্রিস্টের পরামর্শে বিনামূল্যে চশমাও দেয়া হয়। ব্র্যাক ব্যাংকের এ উদ্যোগে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান ভিশনস্প্রিং। এ সময় ব্যাংকের মোট ৩৩৫ জন নন-এক্সিকিউটিভ কর্মীর আই-স্ক্রিনিং করা হয়। ব্যাংকের এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন জানান, এ উদ্যোগ ব্যাংকের উন্নয়নে অবদান রাখা কর্মীদের প্রতি প্রতিষ্ঠানটির কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।