ধলপুরে মধুমতি ব্যাংকের রাজস্ব সংগ্রহ বুথ চালু

0
97

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ধলপুরে রাজস্ব সংগ্রহ বুথ চালু করেছে মধুমতি ব্যাংক লিমিটেড। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজমের উপস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান রাজস্ব কালেকশন বুথগুলো উদ্বোধন করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (যুগ্ম সচিব) আরিফুল হক, মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন