দাউদকান্দিতে ইস্টার্ন ব্যাংকের উপশাখার উদ্বোধন

0
71

কুমিল্লা জেলার দাউদকান্দিতে ইস্টার্ন ব্যাংক পিএলসির উপশাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের হেড অব বিজনেস (রিটেইল ও এসএমই ব্যাংকিং) সৈয়দ জুলকার নায়েন সম্প্রতি উপশাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের ব্রাঞ্চ এরিয়া হেড-সিলেট ও নারায়ণগঞ্জ আবু রাসেল মো. মাসুম, সোনারগাঁ শাখার শাখা ব্যবস্থাপক মো. আলিফ হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম (নয়ন), ব্যবসায়ী মো. আকতার হোসেন, কামরুল হাসান (গরিব), আরমান চৌধুরী (রবিন), মো. সবুজ মিয়াজি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।