দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন। এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ।
গত নির্বাচনে জোট সঙ্গী হিসেবে জাপাকে আসনটি ছেড়ে দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতোদিন ঢাকা দক্ষিণের সাবেক এই মেয়র নানা কারণে বিতর্কিত হয়ে আওয়ামী লীগের গুড লিস্টের বাইরে ছিলেন। দীর্ঘ অপেক্ষার পর তিনি রাজনীতিতে আরেকটা সুযোগ পেলেন।
শনিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকায় ঢাকা ৬ আসনে ঠাই করে নিয়েছেন সাঈদ খোকন ।