ঢাকা ব্যাংক-ঢাকা ক্লাব ক্রেডিট কার্ডের সূচনা

0
61

ঢাকা ক্লাবের সদস্যদের জন্য একটি এক্সক্লুসিভ ঢাকা ব্যাংক-ঢাকা ক্লাব মাস্টারকার্ড ওয়ার্ল্ড কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের যাত্রা শুরু করেছে। সম্প্রতি ঢাকা ক্লাবের বার্ষিক মেজবান অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার, ঢাকা ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর আলতাফ হোসেন সরকার, খন্দকার জামিল উদ্দিন, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান পুটন, ঢাকা ক্লাবের পরিচালক মুজিবর রহমান মৃধা, ঢাকা ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবু জাফর। ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।