ঢাকা ব্যাংক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
42

ঢাকা ব্যাংক পিএলসি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমাজিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ এবং শেকৃবির রেজিস্ট্রার শেখ রেজাউল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও রিটেল বিজনেস ডিভিশনের প্রধান এইচএম মোস্তাফিজুর রহমান, এসভিপি ও এগ্রিকালচার বিজনেস ইউনিট প্রধান মো. কাতেবুর রহমান। এ ছাড়া শেকৃবির পক্ষে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মুহ. রাশেদুল ইসলাম ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. তাহমিনা আক্তার।