ঢাকা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

0
73

ঢাকা ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ‘ডিজিটাল ন্যানো লোনের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’ শীর্ষক পুনঃঅর্থায়ন প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল বশরের উপস্থিতিতে ঢাকা ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হক এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের পরিচালক নজরুল ইসলাম এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ইকবাল মহসিন এবং যুগ্ম পরিচালক মোশারফ হোসেন, ঢাকা ব্যাংকের ডিএমডি এএমএম মঈন উদ্দীন এবং লায়াবিলিটি ও ক্যাশ ম্যানেজমেন্টের প্রধান মোসলে সাদ মাহমুদ এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।