ঢাকা ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ মারুফ

0
60

ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও হিসেবে কর্মরত ছিলেন।
ব্যাংকিং খাতে ২৮ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন শেখ মোহাম্মদ মারুফ ২০০৭ সালে ব্যাংকটিতে ইভিপি ও ট্রেজারি প্রধান হিসেবে যোগ দেন। ২০১২ সাল থেকে তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হোলসেল ব্যাংকিং প্রধানের দায়িত্ব পালন করছেন।
শেখ মোহাম্মদ মারুফ ১৯৯৫ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি ব্যাংকটিতে ডিরেক্টর ও ফাইন্যান্সিয়াল মার্কেট সার্ভিসেস ও ট্রেজারি প্রধান ছিলেন। সিটি ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ইস্টার্ন ব্যাংকে ট্রেজারি প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
করপোরেট, ট্রেজারি, রিটেইল, কার্ড, মার্কেট রিস্ক, ট্রানজেকশনাল ব্যাংকিং, হোলসেল ব্যাংকিং, মাইক্রো ফাইন্যান্সিং ও ট্রেড ফাইন্যান্সিংয়ে শেখ মোহাম্মদ মারুফের রয়েছে প্রায় তিন দশকের অভিজ্ঞতা। তিনি বাংলাদেশের ডেরিভেটিভ পণ্য, বৈদেশিক মুদ্রার বাজার, মানি মার্কেট, মার্জার ও অধিগ্রহণ, পরামর্শ সেবা, স্ট্রাকচারড ফাইন্যান্স লেনদেন ও অফশোর ব্যাংকিং ব্যবসা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ফেলো শেখ মোহাম্মদ মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।