ডা. জাহারা রসুল মেঘনা ব্যাংক লিমিটেডের বোর্ডে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তাকে মেঘনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে অনুমোদন দিয়েছে।
ডা. জাহারা রসুল সফল চিকিৎসক ও উদ্যোক্তা হিসেবে পরিচিত। বর্তমানে তিনি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পারিবারিক ও কমিউনিটি মেডিসিনে তার ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি কানাডার টরন্টোতে স্টফভিল মেডিকেল সেন্টারে একজন ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডা. রসুল ২০০৩-০৪ সালে অন্টারিও ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটস প্রোগ্রামের (ওআইএমজিপি) জন্য নির্বাচিত হন এবং ২০০৬ সালে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের সানিব্রুক হেলথ সায়েন্সেস সেন্টারে পারিবারিক ও কমিউনিটি মেডিসিনে স্নাতকোত্তর প্রশিক্ষণ সম্পন্ন করেন।